বিজয় দিবস উপলক্ষে কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার রাজপাট শাখার উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পের উদ্বোধন করেন আশা গোপালগঞ্জ জেলা ব্যবস্থাপক সমীর রঞ্জন হাওলাদার।
এ সময় রাজপাট শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আবু তাহেরসহ আশার কর্মকর্তাগণ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চলা এ মেডিকেল ক্যাম্পে এলাকার তিন শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়। রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, কৃমিনাশক ওষুধ খাওয়ানো, সাধারণ রোগীর চিকিৎসাসহ ব্যবস্থাপত্র দেয়া হয়।
(ঢাকা টাইমস/১৭ডিসেম্বর/এসএ)
মন্তব্য করুন