শিশুদের জন্য চিটাগং কিংস নিয়ে এলো ‘চিটাগং কিংস কিডস ক্লাব’

দেখতে দেখতেই এখন পর্যন্ত দশটি আসর শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। বিসিবির সভাপতি হওয়ার পরেই ফারুক আহমেদ জানিয়েছিলেন, এবার নতুন আঙ্গিকে হবে বিপিএল। এরই অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিবি।
পিছিয়ে নেই আসন্ন বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোও। দর্শকদের কাছে নিজেদের জনপ্রিয় করে তুলতে একের পর চমক নিয়ে হাজির হচ্ছেন তারা।
এদের মধ্যে অন্যতম চিটাগং কিংস। এক দশক পর ফেরা চিটাগং কিংস নিজেদের নতুন করে জাহির করার প্রচেষ্টায় দিয়ে যাচ্ছে একের পর এক চমক। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শহীদ আফ্রিদিকে দায়িত্ব দেয়ার পর কদিন আগে নিজস্ব সঞ্চালক হিসেবে কানাডা থেকে ইয়াশা সাগরকে নিয়েছে তারা। এবার ক্রিকেটের প্রতি শিশুদের মনোযোগ বাড়াতে ‘চিটাগং কিংস কিডস ক্লাব’ চালু করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আনুষ্ঠানিক বিবৃতিতে চিটাগং জানিয়েছে, ভাবুন তো, বোলিং করতে দৌড়ে আসছেন লঙ্কান স্টার এঞ্জেলো ম্যাথুস, আর সেই মোকাবেলা করছে আপনার সন্তান! কিংবা ব্যাট হাতে দাঁড়িয়ে ইংলিশ সেনসেশন মঈন আলী, আর বোলিংয়ে দৌড়ে যাচ্ছে আপনার ছোট্ট সোনামণি! শুনতে অবাস্তব মনে হলেও শিশুদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েই হাজির হয়েছে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল চিটাগং কিংস। তাদের ক্ষুদে ভক্তদের জন্য ফ্র্যাঞ্চাইজিটির নতুন সংযোজন —‘চিটাগং কিংস কিডস ক্লাব’। শিশুদের জন্য এ ধরনের সুযোগ আমাদের দেশে প্রথম।
এমন আয়োজন নিয়ে চিটাগং কিংসের স্বত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী বলেন, ‘আমরা চাই শিশুদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের এমন অভিজ্ঞতা দিতে। চিটাগং কিংস কিডস ক্লাবের মাধ্যমে আমরা আমাদের ক্ষুদে ভক্তদের আরও কাছ থেকে ক্রিকেটকে ভালোবাসার সুযোগ করে দিতে চাই। এই উদ্যোগের মধ্য দিয়ে চিটাগং কিংস তাদের ক্ষুদে ভক্তদের কাছে ক্রিকেটকে আরও ঘনিষ্ঠভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।’
এক ভিডিও বার্তায় দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শহীদ আফ্রীদি জানান এই কিডস ক্লাবের আদ্যোপান্ত। শুধু আফ্রিদি নয়, চিটাগাং কিংসের একাধিক খেলোয়াড় ভিডিও বার্তায় জানান এই ক্লাবে অংশগ্রহণ এবং সুযোগ-সুবিধার খবর। বাদ যাননি সদ্য নিয়োগ প্রাপ্ত কিংসদের উপস্থাপিকা ইয়াশা সাগরও। চিটাগং কিংস জানায়, কিডস ক্লাবের মেম্বার হলেই পাওয়া যাবে বেশ কিছু সুবিধা। সকল প্লেয়ার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সঙ্গে সাক্ষাতের সুযোগ, প্রতি ম্যাচ টিকেট এবং প্লেয়ার বাসে ট্রাভেল করার সুযোগ, থাকবে বিভিন্ন ধরনের গেম, খেলোয়াড়দের সঙ্গে পডকাস্ট এবং ক্রিকেট কুইজ শো এমনকি ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করার মতো সুবিধা। তবে এই সকল সুবিধার জন্য নিতে হবে মেম্বারশিপ। দুই হাজার পাঁচশত টাকা দিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে হওয়া যাবে এই ক্লাবের সদস্য।
(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন