আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী আন্তর্জাাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৯
অ- অ+

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যে দেশব্যাপী বিভিন্ন জেলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন করেছে আইএফআইসি ব্যাংক।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্বাবধায়নে জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার জাতীয় প্রবাসী মেলা-২০২৪ শীর্ষক এ সংশ্লিষ্ট উদযাপন র‌্যালি ও মেলায় অংশগ্রহণ করে আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখা। এ সময় সঠিক নিয়ম মেনে এবং প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসে যেতে আগ্রহীদের বিদেশ যাওয়ার আহ্বান করা হয়।

আইএফআইসি ব্যাংক বিভিন্ন জেলায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও মেরিন টেকনোলজি এর সঙ্গে যৌথ উদ্যোগে বিদেশগামী কর্মীদের ‘রেমিট্যান্স থ্রু লিগাল চ্যানেল’ শীর্ষক প্রশিক্ষণ প্রদান করে আসছে। মেলায় অভিবাসন প্রত্যাশী ও বিদেশ গমনে আগ্রহী কর্মীদের সঠিক ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে দেশে রেমিট্যান্স পাঠানোর সহজ প্রক্রিয়া সর্ম্পকে সম্মুখ ধারনা প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রবাসীরা আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী ছড়িয়ে থাকা ১৪০০ এর অধিক শাখা-উপশাখার মাধ্যমে কষ্টার্জিত রেমিট্যান্স পাঠাতে পারেন। ফলে প্রবাসীদের স্বজনেরা এখন খুব সহজেই নিকটস্থ আইএফআইসি ব্যাংক থেকে কষ্টার্জিত রেমিট্যান্সের অর্থ সংগ্রহ করতে পারেন।

(ঢাকা টাইমস/১৮ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তামাকের কারণে প্রতিদিন ৪৪২ মৃত্যু ঠেকাতে ঢাবিতে প্রতীকী কফিন র‍্যালি
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
গুম সংক্রান্ত কমিশনে নিখোঁজ ২০০ ব্যক্তির তথ্য হস্তান্তর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা