সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। রবিবার দুপুরে নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শফিকুল ইসলাম (৪৫)। ঘাতক ছেলে মো. রিফাত (১৮)। ঘটনার পর থেকে রিফাত পলাতক রয়েছেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শফিকুল ইসলামের কাছে রিফাত মাদক সেবনের জন্য ২ হাজার টাকা দাবি করেন। ওই টাকা নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে রিফাত তার বাবাকে চর থাপ্পড় দেন। পরে উত্তেজিত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে তার বাবাকে ছুরিকাঘাত করে। এসময় ঘটনাস্থলে শফিকুল মারা যান। ঘটনার পর রিফাত ছেলে পালিয়ে যান।
নিহতের ভাতিজা ইয়ামিন সুজন জানান, স্থানীয় উঠতি বয়সের কয়েকজন ছেলে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। রিফাত তাদের মধ্যে একজন। মাদকের টাকা না পেয়ে তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
(ঢাকা টাইমস/২২ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন