বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, পুলিশ ও ছাত্রদল নেতা আটক

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯| আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৩২
অ- অ+

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি জুয়ার আসরে ডিবি পুলিশ পরিচয়ে হানা দেওয়ায় দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার দিনগত মধ্যরাতে আটক ওই দুজনের একজন পুলিশের এসআই ও অপরজন বরিশাল মহানগর ছাত্রদল নেতা। তাদের কাছ হ্যান্ডকাফও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন—বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুগঞ্জের মাধবপাশ ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় রবিবার রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিলেন। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেন তিন সদস্য। তারা পাঁচ যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে যান। তখন এলাকাবাসীর সন্দেহ হলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসিকে কল দেন। ওসি কোনো পুলিশ অভিযানে যায়নি জানালে এলাকাবাসী দুজনকে আটক করে। পরে তাদের গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় তাদের সাথে থাকা আরেকজন পালিয়ে যান।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা সকাল ১০টায় বলেন, ঘটনাটি শুনেছি। আমি থানার উদ্দেশ্যে রওনা দিয়েছি।

বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানার পুলিশ হেফাজতে রয়েছেন।

(ঢাকা টাইমস/২৩ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট যেভাবে কাজ করে, জানুন খরচ কত
গাজায় ইসরায়েলের ৮০ দিনের অবরোধে খাদ্য-ওষুধের অভাবে ৩২৬ জনের মৃত্যু
নতুন রূপে আবারও ভয়ংকর করোনা সংক্রমণ, সতর্ক থাকার উপায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা