খুলনা থেকে ঢাকাগামী শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, আহত ২০

বাগেরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪১| আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬
অ- অ+

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’তে আসার পথে বাগেরহাটে শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা হয়েছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এদিন সকালে খুলনা থেকে রওনা হয়েছিলেন শিক্ষার্থীরা।

প্রতিনিধির পাঠানো প্রতিবেদন বলছে, বৈষম্যবিরোধীদের কর্মসূচিতে যোগ দিতে এদিন সকালে খুলনা থেকে ২৫টি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এরপর গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে।

পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলেন। গোটা এলাকাজুড়ে শুরু হয় উভয় পক্ষের সংঘর্ষ। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থীদের অভিযোগ, সকাল সাড়ে এগারোটার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয়রা তাদের সহযোগিতা করে। থানার সামনে ঘটনা হওয়া স্বত্তেও এ সময় পুলিশ নিরব ভূমিকায় ছিল বলেও অভিযোগ শিক্ষার্থীদের। এলাকাটি আওয়ামী লীগ অধ্যুষিত বলে জানান তারা।

বৈষম্যবিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর জানান, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে তাদের বহর ঢাকায় যাচ্ছিল। পথে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের লোকেরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

এই হামলাকে পরিকল্পিত উল্লেখ করে আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, ‘আমাদের ভাইদের রক্ত ঝরেছে। এর বিচার অতি দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে।’

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা