জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। ২০২৫ মেয়াদে সংগঠনটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে
জাহিদুল ইসলাম ২০২৪ সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এর আগে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আলী রায়হানের পিতা। এসময় আরও কয়েকজন নিহতের পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৩ বছর পর প্রকাশ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সারা দেশের শপথধারী সদস্যরা ও জামায়াতের শীর্ষ নেতারাসহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংগঠনের প্রায় ৬ হাজার সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছেন।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এমআর)

মন্তব্য করুন