এ ধরনের কথা বলা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপপ্রয়াস: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৯| আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:২২
অ- অ+

‘আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত এবং সংস্কার শেষ হওয়ার আগে কোনো নির্বাচন হবে না’ বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে বক্তব্য দিয়েছেন তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, এধরনের কথা বলা ক্ষমতাকে (অনির্বাচিত সরকার) দীর্ঘস্থায়ী করার অপপ্রয়াস। স্বৈরাচারীর ভূত কাঁধে ভর করলেই এমন কথা বলা যায়।

মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার এক সমাবেশ থেকে ছাত্র-নেতাদের বক্তব্য আসার পর ঢাকা টাইমসের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা আব্বাস।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বিচারের সঙ্গে নির্বাচন ও রাজনীতির সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। এটি একটি চলমান প্রক্রিয়া। ইতিহাসে দেখা গেছে কোনো কোনো মামলা পাঁচ বছর থেকে ২০ বছর পর্যন্ত চলমান থাকে।

তিনি বলেন, আমি ছাত্রদের মুখে এধরনের কথা আমি আশা করি না। এ সমস্ত কথা বলবে স্বৈরাচারীরা।

মির্জা আব্বাস বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আগামী বছরের ২৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচন নিয়ে আর কারও কথা বলার সুযোগ আছে বলে আমি মনে করি না।

নির্বাচনকে বিলম্ব করে- এমন কোনো কথা না বলতে আহ্বান জানান মির্জা আব্বাস। বলেন, এধরনের কথা বলা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। পাশাপাশি আমরা মনে করি এধরনের কথা বলা মানে স্বৈরাচারীর ভূত কাঁধে ভর করা।

ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা