প্রকৌশলী আশরাফ ইসলামের নামে নির্মিত ইউনিভার্সিটির ভবন উদ্বোধন

শাহিদ মোবাশ্বের, ওয়াশিংটন ডিসি থেকে
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৫০
অ- অ+

গত অক্টোবরে বাংলাদেশি বংশোদ্ভুত বিশিষ্ট কমিউনিটি নেতা ও জনহিতৈষী ব্যক্তিত্ব সিভিল ইঞ্জিনিয়ার আশরাফ ইসলামের নামে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের কুকভিলে অবস্থিত টেনেসি টেক ইউনিভার্সিটিতে নির্মিত ‘আশরাফ ইসলাম ইজ্ঞিনিয়ারিং বিল্ডিং’- এর উদ্ভোধন হয়ে গেল।

টেনেসি টেক ইউনিভার্সির প্রায় এক লাখ এগার হাজার বর্গফুট একাডেমিক জায়গায় অবস্থিত এই ভবনটিই হবে বিগত ৫০ বছরের মধ্যে ইউনিভার্সিটিতে নির্মিত বৃহৎ প্রকৌশল ভবন। ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী আশরাফ ইসলামের নামে নির্মিত ভবনে ইতোমধ্যে একাডেমিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

আশরাফ ইসলাম ইঞ্জিনিয়ারিং বিল্ডিং উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমরা কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আর অবিশ্বাস্য শিক্ষামূলক কমিউনিটি অর্জনের মাধ্যমে যা করতে পারি তার জন্যই টেনেসি টেক-এর এই ভবনটি আজ দাঁড়িয়ে আছে।

তিনি আরও বলেন, এই ফ্যাসিলিটি প্রত্যাশার এক আলোকবর্তিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রকৌশলীদের শিক্ষা উৎকর্ষের এক প্রতিশ্রুতি যাতে শিক্ষার্থীরা বিভিন্ন রিসোর্সে প্রবেশাধিকার এবং প্রয়োজনীয় সহায়তা পায়।’

ভর্তির জন্য সর্বকালের রেকর্ডের কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের এই ভবনটিকে দেখা হয়।

বাংলাদেশে জন্মগ্রহণকারী আশরাফ ইসলাম ১৯৬৮ সালে টেনেসি টেক ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি বোসওয়েল ইঞ্জিনিয়ার্সে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

আশরাফ ইসলাম ১৯৮৫ সালে টেক্সাসের হিউস্টনে ‘এআইএ ইঞ্জিনিয়ার্স’ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যেখানে তার দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটির একক কার্যালয় থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, বাংলাদেশ ও কানাডা জুড়ে ২০০’রও বেশি কার্যালয়ে সম্প্রসারিত হয়।

এরপর ২০১৮ সালে তার প্রতিষ্ঠান কনসর ইঞ্জিনিয়ার্স গঠনে একীভূত হয় এবং এই প্রতিষ্ঠানে তিনি চলতি ২০২৪ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এই দীর্ঘ সময়ে তিনি কোম্পানির কৌশলগত দিকনির্দেশনা তৈরি এবং ইঞ্জিনিয়ারিং অনুশীলনের উদ্ভাবনকে উৎসাহিত করে আসছেন।

আশরাফ ইসলাম বাংলাদেশে ঢাকার লেক সার্কাস গার্লস স্কুলে তার প্রয়াত পিতামাতার সম্মানে ‘আছিয়া খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’ এবং শিক্ষাগত সুযোগ সুবিধা প্রদান ও অনুষদের উন্নয়নে টেনেসি টেক ইউনিভার্সিটিতে ‘আছিয়া খাতুন সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এনডোমেন্ট’ প্রতিষ্ঠা করেছেন।

অতি সম্প্রতি আশরাফ ইসলাম টেনেসি টেকের নতুন প্রকৌশল ভবনের জন্য বড় অঙ্কের অর্থায়ন করেন এবং গত ১৫ অক্টোবর ইউনিভার্সিটি আশরাফ ইসলাম ইঞ্জিনিয়ারিং ভবনের জমকালো উদ্বোধন উদযাপন করেছে।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা