সাদপন্থি নেতা শফিউল্লাহ দুই দিনের রিমান্ডে

টঙ্গীর ইজতেমা ময়দানে হত্যা মামলায় গ্রেপ্তার সাদপন্থি নেতা শফিউল্লাহর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার রাত সোয়া নয়টার দিকে শরীয়তপুরের পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে শফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়। ১৮ ডিসেম্বর সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়। সেই মামলার ৯ নম্বর আসামি শফিউল্লাহ। এ নিয়ে এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তারকৃত শফিউল্লাহ শরীয়তপুরের নড়িয়ার ডগরী তালুকদার বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানীর মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থিদের শীর্ষ নেতা।
(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এসএস/এফএ)

মন্তব্য করুন