টিসিবির নতুন চেয়ারম্যান ফয়সাল আজাদ, দায়িত্ব নেবেন বৃহস্পতিবার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। বৃহস্পতিবার তিনি নতুন দায়িত্ব বুঝে নেবেন। ফয়সাল আজাদ ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবালের স্থলাভিষিক্ত হবেন।
সংস্থাটির যুগ্ম পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবালকে টিসিবির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সশস্ত্র বাহিনী বিভাগে ফেরত নেওয়া হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদকে। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এসএস/এজে)

মন্তব্য করুন