প্রাথমিক ও গণশিক্ষা সচিব হলেন মাসুদ রানা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:০৯

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু তাহের মো. মাসুদ রানা। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে আছেন।
বুধবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হলো। একই সঙ্গে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/এসএস/এজে)

মন্তব্য করুন