হৃত্বিকের জন্মদিন: কত সম্পদ, কী কী শখ অভিনেতার?
হৃত্বিক রোশন, যাকে বলা হয় বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ‘গ্রিক গড’। ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা ড্যান্সার তিনি। আজ তার জন্মদিন। ১৯৭৪ সালের ১০ জানুয়ারি হৃত্বিকের জন্ম হয়েছিল মুম্বাইয়ে। তার বাবা অভিনেতা ও পরিচালক রাকেশ রোশন এবং মা পিঙ্কি রোশন।
ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন হৃত্বিক রোশন। ২০০০ সালে ‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন বলিউডে। প্রথম সিনেমাই সুপারডুপার হিট। তবে এরপর এসেছিল পরপর ফ্লপ। ঘুরে দাঁড়ান ‘কোয়ি মিল গ্যয়া’ দিয়ে। এরপর আর ফিরে তাকাতে হয়নি।
সেরা অভিনেতা বিভাগে ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার জেতা ঋত্বিকের ফিল্মি ক্যারিয়ার সম্পর্কে মোটামুটি অনেকেরই জানা। কিন্তু বহু হিট সিনেমা উপহার দিয়ে এবং বিভিন্ন খান থেকে আয় করা অর্থে এই অভিনেতা কী পরিমাণ ধন-সম্পদের মালিক তা হয়তো অনেকেরই অজানা। নায়কের জন্মদিনে জেনে নিন সে সম্পর্কে।
রিপোর্ট অনুযায়ী, হৃত্বিক রোশন তিন হাজারের বেশি কোটি টাকার সম্পত্তির মালিক। বলিউড অভিনেতাদের মধ্যে তার বাড়ি মুম্বাইয়ের এক দর্শনীয় স্থানে। অভিনেতার বাড়ি জুহু ভার্সোভা লিংক রোডে। ৩৮ হাজার বর্গফুটে তৈরি সে বাড়ি। যেটির বর্তমান বাজার মূল্য ১০০ কোটি টাকারও বেশি।
হৃত্বিকের রয়েছে বিলাসবহুল গাড়ির শখ। একাধিক রিপোর্ট থেকে জানা যায় যে, ‘কৃশ’ অভিনেতার ১০টিরও বেশি দামি গাড়ি রয়েছে। অভিনেতা রোলস-রয়েস ঘোস্ট সিরিজ ২-এর মালিক, যার দাম ৭ কোটি টাকা। এছাড়া তার কাছে রয়েছে অডি, মার্সিডিজ এবং পোর্শের মতো ব্র্যান্ডের একাধিক গাড়ি।
দামি গাড়ির সঙ্গে হৃত্বিকের রয়েছে ঘড়ির শখ। বিলাসবহুল ঘড়ি সংগ্রহ করা তার অন্যতম পছন্দের মধ্যে একটি। এক সাক্ষাৎকারের সময় অভিনেতা তার ঘড়ির সংগ্রহ নিয়ে তথ্য ফাঁস করেন। জানান যে, তিনি অনেক দামি ব্র্যান্ডের ঘড়ি রাখেন।
অনেকগুলো জিম হাউজের মালিক হৃত্বিক। নিজ দেশ ভারতে ১১টিসহ যা ছড়িয়ে আছে সারা বিশ্বে। সেখান থেকে আয় হয় মোটা অঙ্কের টাকা। একই সময়ে অভিনেতা ২০১৩ সাল থেকে চালু করেছেন নিজের পোশাকের ব্র্যান্ডও।
হৃত্বিক রোশন ইন্ডাস্ট্রির অন্যতম যোগ্য অভিনেতা। একটি ছবির জন্য তিনি কমপক্ষে ৩৫ থেকে ৭০ কোটি টাকা পারিশ্রমিক নেন। সিনেমা ছাড়াও তিনি মোটা অঙ্কের টাকা আয় করেন এনডোর্সমেন্ট থেকে। একটি বিজ্ঞাপনের জন্য তিনি বর্তমানে ৮ থেকে ১০ কোটি টাকা নেন বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এজে)
মন্তব্য করুন