আ.লীগের পর এবার ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ ডিসপ্লে

সন্ধ্যার পর জীবননগর সরকারি মহিলা কলেজের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা। পথচারীরা দেখতে পেয়ে উৎসুক হয়ে ভিড় জমান কলেজ চত্বরে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
ডিসপ্লের ঘটনায় এলাকা জুড়ে আলোচনা-সমালোচনা। শনিবার (১১ জানুয়ারি) চুয়াডাঙ্গার জীবননগর সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে ২ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ আবারো ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে।
স্থানীয়রা জানান, ডিজিটাল সাইনবোর্ড ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গ বন্ধু’ লেখা ভেসে ওঠার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী তাদের শান্ত করে। পরে কলেজ কর্তৃপক্ষ ডিসপ্লের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
জীবননগর সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি শোনামাত্র দ্রুত কলেজে যাই। এসময় ডিজিটাল সাইনবোর্ডে ছাত্রলীগ নিয়ে লেখাটি ভেসে উঠেছে। এটা সত্যিই ন্যক্কারজনক ও দুঃখজনক ঘটনা।’
অধ্যক্ষ আরও বলেন, ‘এই ডিজিটাল সাইনবোর্ডে লেখার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। বিশেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান এই ডিসপ্লেবোর্ড লাগানোর পর থেকে স্বয়ংক্রিয়ভাবে এখানে কলেজের নাম লেখা দেখা যায়। আমাদের হাতে বিদ্যুৎ সংযোগ ছাড়া আর কোনো কিছু নেই।’ তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ রকম ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সর্বদা সতর্ক থাকবে।
জীবননগর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এ ধরনের লেখা জীবননগর সরকারি আদর্শ মহিলা কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠা সত্যিই দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের কাছে দাবি জানাই অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।’
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, ঘটনাটি তারা খতিয়ে দেখে তদন্তের পর আইনি ব্যবস্থা নেবেন।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন জানান, ডিজিটাল সাইনবোর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তদন্ত কমিটির মাধ্যমে মূল রহস্য উদঘাটনের ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/মোআ)

মন্তব্য করুন