ভারতে পালানোর সময় বেনাপোলে ছাত্রলীগ নেত্রী ও তার ভাই আটক

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:৪০| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:৪৭
অ- অ+

বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার বিকাল ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত সুস্মিতা ও তার ছোট ভাই মাগুরা সদরের সাতদোহা এলাকার স্বপন পান্ডের মেয়ে ও ছেলে। চিকিৎসার জন্য তারা ভারত যাচ্ছিলেন। সুস্মিতা ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, তাদের কাছে আগে থেকেই গোপন খবর ছিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন খবরের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় দুজন ইমিগ্রেশনে প্রবেশ করলে সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুস্মিতা স্বীকার করেন একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যার পর তাদেরকে দিকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। সেখান থেকে তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম
তথ্য সুরক্ষিত রয়েছে: ব্র্যাক ব্যাংক  
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা