শিশুর চোখে ভুল অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার

দেড় বছরের শিশুর বাম চোখে সমস্যা হলেও ডান চোখে অপারেশনের ঘটনায় অভিযুক্ত সেই চিকিৎসক শাহেদারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ।
বৃহস্পতিবার ভোরে এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একইদিন দুপুরে ঢাকা টাইমসকে তথ্যটি জানান ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ।
তিনি বলেন, ‘ভুক্তভোগী শিশুটির বাবা মাহমুদ হাসান বুধবার রাতে আমাদের থানায় মামলা করেন। এরপরই আমরা অভিযান চালিয়ে ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছি। তাকে এরইমধ্যে আদালতে পাঠানো হয়েছে।’
রিমান্ড চাওয়া হবে কি না জানতে চাইলে আলী আহমেদ মাসুদ বলেন, ‘মামলায় আসামি একজনই। এ কারণে তেমন জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তাই আপাতত রিমান্ড চাওয়া হয়নি।’
মামলার এজাহারে ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেন, চোখে ময়লা জাতীয় কোনো বস্তুর অস্তিত্ব টের পেয়ে দেড় বছর বয়সি শিশু ইর্তিজা আরিজ হাসানকে ওই হাসপাতালে এনেছিল তার পরিবার। কিন্তু অস্ত্রোপচারের সময় ঘটে বিপত্তি।
ঘটনার দিন মঙ্গলবার তার শিশু সন্তানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তবে চিকিৎসক শাহেদারা বেগম ভুল অপারেশন করেন। শিশুর বাম চোখে সমস্যা থাকলেও ডান চোখে অপারেশন করেন ওই চিকিৎসক। পরে দুঃখপ্রকাশ করে ঘটনাস্থলে থেকে পালিয়ে যান শাহেদারা বেগম।
এই ঘটনার পরদিন রাতে শিশুটির বাবা মাহমুদ হাসান ধানমন্ডি থানায় মামলা করেন। এরপরই অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ।
(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এসএস/এজে)

মন্তব্য করুন