বরিশালে আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:২৭| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:১০
অ- অ+

আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যাওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন।

এর আগে গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানাধীন রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতাবশত ইট ভাটায় পড়ে যান এসআই মেহেদী হাসান। তখন শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

সেসময় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। টানা ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।

মৃত মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন তিনি। সর্বশেষ বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন তিনি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার বলেন, ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যান এস আই মেহেদী। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। শুক্রবার তার গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে।

(ঢাকা টাইমস/১৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির মালিক দেশের ১৮ কোটি মানুষ: দিপু হায়দার
নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ রেমিট্যান্স মেলা’
রাজবাড়ীতে আগুনে পুড়ে ১২ দোকান ছাই
সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ উদ্যোক্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা