ছাত্র আন্দোলনে শহীদ গণির বাড়িতে ছুটে গেলেন রাজবাড়ীর নবাগত ডিসি

রাজবাড়ীতে যোগ দেওয়ার চারদিনের মাথায় ছাত্র আন্দোলনে গুলিতে শহীদ আবদুল গণির পরিবারের সঙ্গে দেখা করলেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মিজ সুলতানা আক্তার।
বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকায় আবদুল গণির বাড়িতে গিয়ে তার স্ত্রী লাকি আক্তার ও মেয়ে জান্নাত আক্তারকে নিত্য বিভিন্ন ধরনের সুস্বাদু ফল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে যান তিনি। এদিন জেলা প্রশাসককে নিজ বাড়িতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ আবদুল গণির স্ত্রী লাকি আক্তার ও মেয়ে জান্নাত আক্তার।
শহীদ আবদুল গণি (৪৫) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল মজিদ শেখের ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী লাকি আক্তার, ২০ বছর বয়সী ছেলে আলামিন শেখ ও ছয় বছর বয়সী মেয়ে জান্নাত।
উল্লেখ্য, রাজধানীর গুলশান-২ এ সিক্সসিজন নামক আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন আবদুল গণি। গত ১৯ জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপীপাড়ার বাসা থেকে কর্মস্থলের দিকে হেঁটে রওনা হন গণি। পথে শাহজাদপুর বাঁশতলা এলাকায় ছাত্র আন্দোলন ঘিরে সংঘাতের মধ্যে পড়েন তিনি। সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকেন গণি। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(ঢাকা টাইমস/১৬জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন