দেশের প্রথম অনলাইন ভিত্তিক অ্যাম্বুলেন্স বুকিং সেবা অ্যাম্বুফাস্ট ডটকম

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ২০:২৬
অ- অ+

দেশে রোগীদের অ্যাম্বুলেন্স সেবায় দুর্ভোগ কমাতে অ্যাম্বুফাস্ট ডটকম শতভাগ অনলাইন ভিত্তিক অ্যাম্বুলেন্স বুকিং সেবা চালু হয়েছে। সেইফ কেয়ার ২৪/৭ মেডিকেল সার্ভিস লিমিটেডের উদ্যোগে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৩ জানুয়ারি থেকে দেশবাসী এই সেবা পাবেন।

অ্যাম্বুফাস্টের প্রতিষ্ঠাতারা বলেন, আধুনিক প্রযুক্তি এবং সময়মতো সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষার পথ সহজ করতে তারা এ উদ্যোগ নিয়েছেন।

অ্যাম্বুফাস্ট ডটকম যা যা সুবিধা দিচ্ছে:

২৪/৭ সেবা প্রাপ্তি: ওয়েব সাইটে রিয়েল টাইম অ্যাম্বুলেন্স বুক করার সুবিধা ৬০ সেকেন্ডে রেসপন্স। ২৪/৭ হট লাইন নাম্বার ০৯৬১৪-৯১১৯১১ এর মাধ্যমেও অ্যাম্বুলেন্স বুকিং এর ব্যবস্থা।

নিকটবর্তী সেবার নিশ্চয়তা: জিও-লোকেশন প্রযুক্তি ব্যবহার করে নিকটবর্তী অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া। গ্রাহকদের প্রযুক্তির বিকাশের সুফল পৌঁছে দেওয়া।

বিভিন্ন ধরণের সেবা: সাধারণ এসি অ্যাম্বুলেন্স থেকে আইসিইউ সাপোর্টযুক্ত এবং এয়ার অ্যাম্বুলেন্স বুকিং সুবিধা।

মূল্য স্বচ্ছতা: মূল লক্ষ পর্যায়ক্রমে অ্যাম্বুলেন্সের ভাড়া কমিয়ে আনা। অগ্রিম খরচ জানা যাবে, লুকানো চার্জ নেই।

রিয়েল-টাইম ট্র্যাকিং: অ্যাম্বুলেন্সের গন্তব্য ও অবস্থান রিয়েল-টাইমে ট্র্যাক করা।

দক্ষ গ্রাহক সহায়তা: অভিজ্ঞ কাস্টমার সাপোর্ট টিমের মাধ্যমে জরুরি সহায়তা।

এই সেবাটি প্রথমে দেশের প্রধান শহরগুলোতে চালু হবে এবং পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ হবে। অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে www.AmbuFast.com ওয়েবসাইট ভিজিট অথবা ,ফোন: ০১৭১৭৬৪৫৫৬৫ নাম্বারে যোগাযোগ করা যাবে। এছাড়া [email protected] ইমেইল করা যাবে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে আগুনে পুড়ে ১২ দোকান ছাই
সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ উদ্যোক্তার মৃত্যু
এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম শাহরিয়ার
বৈষম্যবিরোধীদের কাউন্সিল: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হলেন ওমর ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা