মাদারীপুর পৌরসভার ‘সৈয়দারবালী খাল’ উদ্ধারে অভিযান

মাদারীপুরে পৌর শহরের অবৈধভাবে দখল হওয়া শত বছরের ঐতিহ্যবাহী ‘সৈয়দারবালী খাল’ উদ্ধারের অভিযান পরিচালনা করছে পৌর প্রশাসন।
সোমবার দুপুরে মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপসচিব মো. হাবিবুল আলম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডলের নেতৃত্বে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মাতুব্বর বাড়ি মসজিদ থেকে ঋষিবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার খালটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এসময় মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস, নগর পরিকল্পনাবিদ আরাফাত জামানসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
খালটি প্রায় গত ৩০ বছর ধরে অবৈধ দখল হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে যায়। খালটি মুক্ত হওয়ায় সৈদারবাবালী, পানিছত্র ও শকুনী এলাকার প্রায় ১০ হাজার পরিবার জলাবদ্ধতা থেকে নিরসন পাবে।
মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপসচিব মো. হাবিবুল আলম বলেন, ‘শত বছরের এতিহ্যবাহী ‘সৈয়দারবালী খাল’টি অবৈধভাবে দখল হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। এতে দীর্ঘ দিন ধরে এই এলাকার মানুষেরা জলাবদ্ধতায় থাকত। আমরা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি এবং অনেকে নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছে। পর্যায়ক্রমে আমরা শহরের সবগুলো খালই উদ্ধার অভিযান শুরু করব। যাতে শহরে জলবাদ্ধতা তৈরি না হয়।’
(ঢাকা টাইমস/২৭জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন