হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ভ্যানচালক ইনছান আলীকে হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আনিসুল হককে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এসময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বাসস্ট্যান্ড এলাকায় ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথে আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা গত বছরের ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। সেই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এজাহারনামীয় একজন আসামি।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এজে)

মন্তব্য করুন