সিরাজগঞ্জে ধর্ষণের অভিযোগে ট্রাকচালকের আমৃত্যু কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৩৭| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:২২
অ- অ+

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামি (ট্রাকের হেলপার) মামলা চলাকালে ২০২৩ সালের ১২ মে কারাগারে মারা যান।

দণ্ডপ্রাপ্ত ট্রাকচালক সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২২ জুন করোনা ভাইরাসের কারণে সারাদেশে লকডাউন চলছিল। এ কারণে স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণীসহ দুজন পুরুষ যাত্রী নিয়ে ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব শেখ তাদের ট্রাক বগুড়ার উদ্দেশে চালাতে থাকেন। ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর পার হলে ট্রাকের হেলপার যাত্রীদের জানান যে ট্রাকটি নষ্ট হয়ে গেছে, সারতে সময় লাগবে। এ সময় ট্রাকের পুরুষ দুই যাত্রী নেমে যায়। তবে ওই তরুণী ট্রাকের কেবিনের মধ্যে থেকে যায়। পরে ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকার শুনে ট্রাকের যাত্রী ইউনুস আলী ধর্ষণের ঘটনা তার মোবাইলে ভিডিও করেন। এছাড়া তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করেন।

খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করেন এবং ট্রাকটি জব্দ করেন। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা করেন।

মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দেন।

(ঢাকা টাইমস/৩০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার দুই সিটিতে এবার বসছে ১৯টি কোরবানির পশুর হাট
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা