‘গোলাপ’-এ নিরবের নায়িকা পরীমনি

প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা সামছুল হুদা। সিনেমার নাম 'গোলাপ'। সম্প্রতি সিনেমার ফাস্ট লুক পোস্টার প্রকাশ করে নির্মাতা জানিয়েছেন 'গোলাপ'-এ নায়কের চরিত্রে অভিনয় করবেন নিরব হোসেন। তবে নিরবের বিপরীতে কে থাকবেন চমক হিসেবে রেখেছিলেন তিনি।
এবার জানা গেল অ্যাকশন থ্রিলারধর্মী গল্পের 'গোলাপ' সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে এই নায়িকা চুক্তিবদ্ধও হয়েছেন। এতে নায়িকার চরিত্রের নাম রূপা।
সিনেমার পরিচালক সামছুল হুদা জানান, 'গল্পের প্রাথমিক কাঠামো দাঁড়ানোর পর থেকেই মনে হয়েছিল রূপা চরিত্রের জন্য পরীমনিই উপযুক্ত। এজন্য তাকেই সিনেমাটি এই চরিত্রের জন্য নেওয়া হয়েছে।
এদিকে 'গোলাপ' সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরীমনি বলেন, অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমায় কাজ করার সুযোগ অনেক দিন ধরেই পাচ্ছিলাম না।
‘গোলাপ’-এর চিত্রনাট্য শোনার পর আমার চরিত্রটি ভালো লেগেছে। গল্পে নাচ, প্রেম, ফাইট— সব কিছুই আছে। সবচেয়ে বড় কথা, গল্পের মোড় পরিবর্তনের অনেক চমক আছে, যা দর্শকদের আকৃষ্ট করবে।
জানা গেছে, চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। এরপর আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।
(ঢাকাটাইমস/0২ফেব্রুয়ারি/এলএম/এসএ)

মন্তব্য করুন