দূষিত বায়ুর শহর: আজও শীর্ষে ঢাকা, গতকাল ছিল ‘বিপজ্জনক’, আজকের মান কেমন?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩
অ- অ+

মানের কিছুটা উন্নতি হলেও আজ সোমবারও বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। রাজধানী শহরটির বায়ুমানের স্কোর এখন ২৫৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।

সোমবার সকাল ৯টা ৩৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে রবিবারও ঢাকার অবস্থান ছিল শীর্ষে এবং বায়ুমানের স্কোর ছিল ৩৯৫, যা ‘বিপজ্জনক’ বলে ধরা হয়।

সোমবার সকাল ৯টা ৩৪ মিনিটে সূচকে দেখা গেছে, ২১০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন।

তালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৮৪; একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বসনিয়া হারজেগোভিনিয়ার সারাজেভো এবং পঞ্চম স্থানে ভারতের দিল্লি।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ১৮২; সপ্তম স্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ১৭৪; অষ্টম ভারতের কলকাতা, স্কোর ১৭৪; নবম কিরগিজস্তানের বিশকেক, স্কোর ১৬৯; দশম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, স্কোর ১৬৭।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা