মোহাম্মদপুরে নিখোঁজ সুবা নওগাঁ থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৭
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকালে নওগাঁ সদরের মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ এর সিপিসি-৩ জয়পুরহাটের কোম্পানি কমান্ডার নাজমুল হক ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বিকাল ৩টার দিকে র‌্যাব-২ এবং র‌্যাব-৫ এর আভিযানিক দল নওগাঁ সদরের মধ্যপাড়া থেকে সুবাকে উদ্ধার করে। বর্তমানে সে র‌্যাবের হেফাজতে আছে। পরিবারের লোকজন নওগাঁয় পৌঁছালে তাদের হাতে সুবাকে হস্তান্তর করা হবে।

এদিকে এক ভিডিও বার্তায় সুবা জানায়, সে সুস্থ আছে। বলে, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাবো।’

মঙ্গলবার দুপুরে জানা যায়, নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায়, এক ছেলের হাত ধরে ঘুরছে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, ‘সুবার বাবা ইমরান রাজীব জিডি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সঙ্গে কথা বলতে দেখা যায় সুবাকে। সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে।’

এর আগে মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে রবিবার সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে ১১ বছর বয়সি সুবা নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন (সোমবার) আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা ইমরান রাজীব।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকের ১১তম এমটিও ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
ফ্যাসিবাদ কায়েমে আ.লীগ জোট শরিকদের বিচার করতে হবে: জাগপা
ব্যারিস্টার শামীমের নিয়োগ অগণতান্ত্রিক, চুন্নুই বৈধ মহাসচিব: আনিসুল-হাওলাদার
শরীয়তপুরে নতুন ডিসি তাহসিনা বেগম, অপসারিত আশরাফ উদ্দিনের স্থলাভিষিক্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা