বেনাপোলে দ্বিতীয় দিনের মতো বন্ধ ফল আমদানি

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৯
অ- অ+

তাজা ফল আমদানিতে অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টস অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটে আজ বুধবারও (৫ ফেব্রুয়ারি) বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি বন্ধ রয়েছে। আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে বড় কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন অ্যাসোসিয়েশন।

গত ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ফল আমদানির ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করে। বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টাকালের জন্য ধর্মঘট ডাকে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টস অ্যাসোসিয়েশন।

ফল আমদানি বন্ধ থাকায় বাজারে বাড়ছে ফলের দাম। সামনেই রমজান মাস। এ সময়ে বাজারে ফলের দাম বাড়তে থাকায় ক্ষোভ প্রকাম করছেন ক্রেতারা।

বেনাপোল বন্দর দিয়ে আপেল, আঙুর, কমলা, মালটা, আঙুরসহ বিভিন্ন প্রকারের তাজা ফল আমদানি হয়। প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক ফল আমদানি হয় এ বন্দর দিয়ে ।

ফল আমদানিকারক আব্দুল মান্নান জানান, অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ফল আমদানি বন্ধ রাখা হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে তাজা ফল আমদানি বন্ধ রয়েছে।

ফলে বিক্রেতা সাহেব আলী জানান, রমজানের ঠিক আগ মুহূর্তে ফলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা। আমদানি খরচ বাড়ায় খোলা বাজারে ফলের দামও বেড়েছে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে বাড়তি শুল্ক প্রত্যাহার করা উচিত।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, গত ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এক নির্দেশনায় ফল আমদানির ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ করে। সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্ট সময়ের ধর্মঘট চলছে।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি নূরউদ্দীন আহম্মেদ জানান, জাতীয় রাজস্ব বোর্ড ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় ফল আমদানি বন্ধ রাখা হয়েছে। আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে বড় কর্মসূচি দেয়া হবে।

বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদার জানান, ফল ব্যবসায়ীদের ধর্মঘটে ৪ ফেব্রুয়ারি থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি বন্ধ রয়েছে। আজও ভারত থেকে কোনো ফলের ট্রাক বন্দরে প্রবেশ করেনি।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানাল ভারত ও পাকিস্তান
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা