আরও কয়েকটি জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২
অ- অ+

ধানমণ্ডি ৩২ নম্বরের পর দেশের আরও কয়েকটি জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজশাহী নগরীর উপশহরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের তিনতলা বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।

শুক্রবার রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দাখিনখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় আওয়ামী লীগ ও স্থানীয়দের সঙ্গে একদল লোকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

অপরদিকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাগানবাড়ি এবং কালিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শুক্রবার বিকেলে কালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

এ ছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতার শেখ মুজিব টাওয়ারের ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ও শেখ হাসিনার বাড়ি সুধা সদনসহ দেশজুড়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে একাধিক সংস্থা ও বিশিষ্টজন বিবৃতি দিয়েছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও অবিলম্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা