সকল রাজনৈতিক সংস্কার বিএনপিই করেছে: মজনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৮
অ- অ+

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, বাংলাদেশে যতবার রাজনৈতিক দুর্যোগ এসেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান লন্ডভন্ড হয়েছে, এর পরবর্তীতে সকল রাজনৈতিক সংস্কার বিএনপিই করেছে।

মজনু বলেন, ৭৫ সালে একদলীয় বাকশাল, সংবাদপত্র বন্ধ করে দেওয়ার মত হঠকারী কাজ আওয়ামী লীগ করেছে। বিএনপি এর বিপরীতে বহুদলীয় গণতন্ত্র, অবাধ ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করেছে। দেশে সংসদীয় পদ্ধতির সরকার বিএনপিই প্রবর্তন করেছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিএনপিই চালু করেছিল। তাই বিএনপিই পারবে আওয়ামী ফ্যাসিবাদের দ্বারা তছনছ হয়ে যাওয়া রাষ্ট্র ব্যবস্থার প্রকৃত সংস্কার করতে।

শনিবার বিকালে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচির জনসম্পৃক্তির কর্মশালা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

৩১ দফা সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নেন মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, বিএনপি নেতা ইউনুস মৃধা, নগর যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ হারুন, লিটন মাহমুদ, সিকান্দার কাদির, হাজী মনির হোসেন চেয়ারম্যান, সাইদুর রহমান মিন্টু (দপ্তরের দায়িত্বে), ফরহাদ হোসেন, শ্রমিকদলের সুমন ভুইয়া, বদরুল আলম সবুজ, মহিলা দলের রুমা আকতার, শাহীনুর নার্গিস, ছাত্রদল পূর্বের সভাপতি সোহাগ ভুইয়া, যুবদলের মাসুম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের মনির মৃধাসহ নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, কতিপয় লোকের কারণে অর্জিত সাফল্য নস্যাৎ হতে দেওয়া যাবে না। আমাদের সকলেই উচিত রাষ্ট্র গণতন্ত্র এবং ফ্যাসিবাদের বিষয়ে ন্যূনতম মতৈক্য তৈরি করে দেশগঠনে কাজ করে যাওয়া।

তানভীর আহমেদ রবিন বলেন, আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে, দেড় যুগ ধরে হারিয়ে যাওয়া ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের উপর জনগণের মালিকানা নিশ্চিত করা।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
পুলিশকে অপহরণ করে ডাকাতদলের পলায়ন! অতঃপর যা ঘটলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা