এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন আরও এক তারকা ব্যাটার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৫
অ- অ+

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ২০১৭ সালের পর আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার সৌভাগ্য হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। তবে টুর্নামেন্টের দিন যত ঘনিয়ে আসছে তত ক্রিকেটারদের চোটের মিছিল লম্বা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানে আগেই বসেছে চোটের থাবা।

এবারে তাতে যুক্ত হলো আরও এক নাম, ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া, জেরাল্ড কোয়েৎজি ইনজুরিতে ছিটকে গিয়েছেন। শঙ্কা আছে ডেভিড মিলারকে নিয়ে। একই কথা প্রযোজ্য ভারতের জাসপ্রিত বুমরাহ এবং পাকিস্তানের হারিস রউফের জন্য।

ইনজুরিতে গ্লোবাল এই ইভেন্ট মিস করবেন পাকিস্তানের ব্যাটার সাইম আইয়ুব। অস্ট্রেলিয়ার দুই সিনিয়র পেসার প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডকেও পাওয়া হচ্ছে না গ্লোবাল এই টুর্নামেন্টে। এতসব চোটের খবরে নতুন সংযোজন ইংল্যান্ডের ব্যাটার জ্যাকব বেথেল। ভারতে গিয়ে ওয়ানডে সিরিজের ২য় ম্যাচটা মিস করেছেন বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে।

এরপরেই ইংলিশ অধিনায়ক জশ বাটলার শোনালেন দুঃসংবাদ। জানালেন ১০ দিন পরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না তার, ‘সতি বলতে আমি অনেকটাই নিশ্চিত, সে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছে। এটা তার জন্য সত্যিই বেশ হতাশাজনক। অবশ্যই বলতে হবে, সে অন্যদিন দারুণ খেলেছে আর যাদের নিয়ে আমরা ভীষণ আশাবাদী তাদের মধ্যে সে একজন। ইনজুরির কারণে বেথেলকে খেলতে দেখা যাবে না, এটা মানা যায় না।’

তবে ইংল্যান্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার ইনজুরি নিয়ে কিছু বলা হয়নি এখন পর্যন্ত। দলটির চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে। তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ৫১ আর বল হাতে ১৮ রানে ১ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন জ্যাকব বেথেল। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে টেস্ট ফরম্যাটে ৪ ইনিংসে ৩ টি ফিফটি ছিল তার। এরপরেই মূলত কোচ ব্রেন্ডন ম্যাককালাম তাকে সব ফরম্যাটের জন্য বিবেচনায় রেখেছেন। যদিও ব্যাপক প্রত্যাশা যার ওপরে, সেই বেথেল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছেন না ইনজুরির কারণে।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
পৃথিবীতে দামি ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন, প্রতারণার ডিজিটাল হাতিয়ার এখন
দেশের বাজারে সোনার দাম আরও বেড়ে ভরি ১৫৩৪৭৫ টাকা
শান্তি চুক্তিতে ইউক্রেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার নিশ্চয়তা চাইবে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা