পবিপ্রবিতে আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল 

পবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০
অ- অ+

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

শুক্রবার জুমার নামাজ শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে উক্ত মিছিল শুরু হয়। মিছিলটি পুরো ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত বাংলায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহানের সঞ্চালনায় বক্তব্য দেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের রেদওয়ান হোসেন, মৎস্যবিজ্ঞান অনুষদের হাসান আল বান্নাহ ও সোহেল রানা জনি এবং পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাইম জীবন।

এ সময় মৎস্যবিজ্ঞান অনুষদের সোহেল রানা জনি বলেন, ‘ফ্যাসিস্টের পতনের ছয় মাস অতিবাহিত হওয়ার পরও কোনোভাবে আওয়ামী রাজনীতি চলতে পারে না এবং একইসাথে তিনি পবিপ্রবি প্রশাসনকে ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন ।’ পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাইম জীবন বলেন, 'ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।’

(ঢাকা টাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা