পবিপ্রবিতে আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
শুক্রবার জুমার নামাজ শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে উক্ত মিছিল শুরু হয়। মিছিলটি পুরো ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত বাংলায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় মৎস্যবিজ্ঞান অনুষদের সোহেল রানা জনি বলেন, ‘ফ্যাসিস্টের পতনের ছয় মাস অতিবাহিত হওয়ার পরও কোনোভাবে আওয়ামী রাজনীতি চলতে পারে না এবং একইসাথে তিনি পবিপ্রবি প্রশাসনকে ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন ।’ পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাইম জীবন বলেন, 'ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।’
(ঢাকা টাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন