নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ রেমিট্যান্স মেলা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৭
অ- অ+

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা ২০২৫’। আগামী ১৯ ও ২০ এপ্রিল দুই দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এবারের রেমিট্যান্স মেলার প্রতিপাদ্য হচ্ছে- ‘লিগ্যাল রেমিট্যান্স, বেটার বাংলাদেশ’। এই মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধিতে প্রবাসীদের উৎসাহ দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।

বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনিস লিংক যৌথভাবে এই মেলার আয়োজন করছে। এবারের মেলা নিউইয়র্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটে অনুষ্ঠিত হবে।

চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশ-বিদেশের পাঁচটি সংবাদমাধ্যম।

আয়োজকরা জানান, চতুর্থ রেমিট্যান্স মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভেলপার, মানি একচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার।

মেলায় এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন সেমিনার, সিম্ফোজিয়াম, কিউ অ্যান্ড এ সেশন এবং নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে। মেলা আয়োজক কমিটির রেমিট্যান্স ফেয়ার এবং অফশোর ব্যাংকিং নিয়ে একটি বিশেষ প্রকাশনাও রাখছে। যেখানে লিখছেন খ্যাতিমান অর্থনীতিবিদ, অধ্যাপক, ব্যাংকার।

তারা আরও জানান, নেটওয়ার্কিং সেশনে অংশ নিবেন নিউইয়র্ক ফিনান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রধান প্রধান মানি এক্সচেঞ্জ কোম্পানিসমূহ। যার মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং রেমিট্যান্স খাতের সর্বশেষ উদ্ভাবনসমূহ এখানে প্রদর্শিত হবে। আগের আয়োজনগুলোতে দেশের বৃহৎ ব্যাংক, মানি এক্সচেঞ্জ কোম্পানি, রেমিট্যান্স চ্যানেল পার্টনার অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ঢাকা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি উল্লেখযোগ্য ইত্যাদি।

২০২৪ সালে অনুষ্ঠিত মেলায় সর্বোচ্চ রেমিট্যান্স সরবরাহকারী হিসেবে পুরস্কার পায় ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া পিএলসি। এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স পার্টনার চ্যানেল হিসেবে পুরস্কার লাভ করে বিএ এক্সপ্রেস, সানম্যান এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেস।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ঈদ টার্গেট করে বিপুল জাল নোট তৈরি, ৪০ লাখ ছাড়ার পর পুলিশের হাতে ধরা
সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা