পল্লবীতে মধ্যরাতে গুলিবিদ্ধ আপন ভাই-বোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৮
অ- অ+

রাজধানীর পল্লবীতে মধ্যরাতে রাস্তায় গুলিবিদ্ধ হয়েছেন আপন ভাই-বোন। তাদের একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের ই-ব্লকের ১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের অভিযোগ, স্থানীয় এক ছিনতাইকারীকে আটকে পুলিশে দেওয়ার কারণে পূর্ব শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে।

ঘটনার পর শনিবার সকালে আহত ভাই-বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ভাইকে ভর্তি নিয়ে বোনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আহতরা হলেন—মো. জসিম উদ্দিন (৪৪) ও তার বোন শাহিনুর বেগম (৩২)।

আহত জসিম উদ্দিন বলেন, তিনি পরিবার নিয়ে গাজীপুরের কাশিমপুর এলাকায় থাকেন। সেখানে তার ফার্নিচারের ব্যবসা আছে। মিরপুরে তার বোন শাহিনুর থাকেন। এক সপ্তাহ আগে তিনি গাজীপুর থেকে বোনের বাসায় আসেন।

জসিম উদ্দিন বলেন, ‘পাঁচ দিন আগে এলাকায় সোহাগ নামে এক ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দেই। তখন তার সহযোগীরা আমাকে হুমকি দেয়। গতরাতে শবে বরাতের নামাজ পড়ে বাসার সামনে এলে সোহাগের বিষয় নিয়ে এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজ সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল আমাকে গুলি করে।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমার বোন শাহিনুর বাসা থেকে বের হয়ে ওদের ধরতে গেলে তাকেও গুলি করে পালিয়ে যায় তারা। পরে আমাদেরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘আহতদের সঙ্গে কথা হয়েছে। তবে তারা এখনো থানায় আসেননি। তারা অভিযোগ দিলে মামলা নেব।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, ‘সকালে (শনিবার) দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তাদের মধ্যে শহিদুলের দুই পায়ে হাঁটুর নিচে ও শাহিনুর বেগমের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।’

তিনি জানান, আহত জসিম উদ্দিনকে ভর্তি নেওয়া হয়েছে এবং শাহিনুরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ. লীগকে ৫ আগস্ট দেশের জনগণ নিষিদ্ধ করেছে: আবু হানিফ 
ধানমন্ডিতে মিছিলের চেষ্টা, মহিলা লীগের নেত্রীসহ আটক ৩
বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল হামজার, ব্রিটিশ গণমাধ্যম
মোদি সরকারের বিরুদ্ধে মামলা করলো ইলন মাস্কের ‘এক্স’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা