চাঁদপুরে অপারেশন ডেভিল হান্টে ১০ দিনে গ্রেপ্তার ৯১

মাজহারুল ইসলাম অনিক, চাঁদপুর
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪১
অ- অ+

যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর পর গত ১০ দিনে চাঁদপুরে ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় যৌখ বাহিনীর অভিযানে আটক করা হয়েছে ২১ জনকে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে আটক ১০ জন।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এসব তথ্য নিশ্চিত করেন।

গত ৮ ফেব্রুয়ারি রাতে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। চাঁদপুরে প্রথম আটক হন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী। গত ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাক ঘাটস্থ নিজ বাসভবন থেকে সেনাবাহিনী, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা পুলিশ চাঁদপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে। তাকে এজাহারভুক্ত তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া গত ১১ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্রশস্ত্র, একটি মিনি ট্রাক অন্যান্য যন্ত্রপাতিসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটক আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য নেতাকর্মীর মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান খান, শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবির।

আরও রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সহ-সভাপতি রেজাউল করিম রকি, চাঁদপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ড সভাপতি কাকন গাজী, বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চাঁদপুরে আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে গেছেন। আবার কেউ বাড়িতে অবস্থান করলেও প্রকাশ্যে আসছেন না।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, গত ১০ দিনে অপারেশন ডেভিল হান্ট চলাকালে ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্য গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ২১ জন। এ অভিযান চলছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ত্বকীর বাবার ফেসবুক পোস্ট
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা