তেজগাঁওয়ে সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৬| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৪
অ- অ+

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম নয়ন তারা (৪০)।

বুধবার রাতে পূর্ব নাখালপাড়ার সমিতি বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী শামীমুর রহমান।

তিনি জানান, বুধবার রাত ১০টা ২০ মিনিট থেকে ১১টা পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়ার সমিতি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৩৮নং জুলার বাড়ির ভাড়াটিয়া মোছা. নয়ন তারাকে (৪০) সাড়ে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, নয়ন তারা ওই মাদকগুলো সাদা প্লাস্টিকের চালের বস্তার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত আসামি ও মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা