মানবাধিকার কমিশনের প্রতিবেদন প্রত্যাহারের দাবিতে জেনেভায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন প্রত্যাহারের দাবিতে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার বিকেলে ঐতিহাসিক ভাঙা চেয়ারের পাশে কর্মসূচি পালিত হয়।
সুইজারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল খান। ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতা, পলাশ বড়ুয়া, অরুণ বড়ুয়া, খলিলুর রহমান, মো. মহসিন, আব্দুর রব, মশিউর রহমান সুমন, আশরাফুল ইসলাম আজাদ, হেলাল চৌধুরী, কল্যাণ পাল, মাসুম খান দুলাল, আকবর আলী, সাজিয়া রহমান, গৌরী চরম সসীম, আইয়ান জুনায়েদ, সমিরন বড়ুয়া যীশু, বেলাল চৌধুরী, ফুয়াদ হাসান, তারেক আল মাহমুদ, আজগর হোসেন, অসংখ্য বড়ুয়া, অস্ট্রিয়া আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ আরিফ প্রমুখ।
সমাবেশ শেষে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট ভলকার তুর্ক বরাবর প্রতিবাদপত্র দাখিল করা হয়। পত্রে বলা হয় অবৈধ ইউনূস সরকারের ডিক্টেশন মেনে একপেশে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহারের করুন।
কমিশনের একজন কর্মকর্তা পত্রটি গ্রহণ করেন।
(ঢাকাটাইমস/০৮মার্চ/এফএ)

মন্তব্য করুন