আটক ২৬ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ১৯:৪১| আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৯:৫৮
অ- অ+

মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা জেলে রয়েছেন।

শনিবার (১৫ মার্চ) বিকাল পাঁচটার দিকে তারা টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন ট্রানজিট জেটিঘাটে এসে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন- বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

বিজিবি জানায়, গত মার্চ ১১ ফেব্রুয়ারি টেকনাফের কে কে খাল এবং শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে ২৬ বাংলাদেশি এফডিএমএন (রোহিঙ্গা) জেলে ৫টি ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরার জন্য নাফনদী বঙ্গোপসাগরে যান। মাছ ধরতে গিয়ে তারা ভুলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন।

আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই ২৬ জনকে নৌকাসহ আটক করে নিয়ে যায়।

আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করে। দীর্ঘদিনের মধ্যস্থতায় টেকনাফ ব্যাটালিয়নের মাধ্যমে ২৬ জেলেকে ফিরিয়ে আনা হয়।

ফেরত আসা জেলে রোহিঙ্গা আব্দুল আমিন বলেন, ৩১ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। বিজিবির প্রচেষ্টায় তারা ফিরে আসতে পেরেছেন।

বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‌‌‌'বিজিবির প্রচেষ্টায় ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে। বাকিদেরও ফেরত আনার প্রচেষ্টা চলছে।’

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, দেশের মানুষের জীবন রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক সদা প্রস্তুত।

(ঢাকাটাইমস/১৫মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা