আল হারামাইন গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের আজমানে শনিবার ইংরেজি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারও সাত হাজার লোকের বিশাল আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করেন।
আয়োজক আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির বলেন, প্রতি বছরের মতো এবারও আমি এ ইফতার মাহফিলের আয়োজন করেছি। মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমার এ আয়োজন। একসঙ্গে অনেক মানুষকে ইফতার করাতে পারাটা যেমন আনন্দের, তেমনি অনেকের সঙ্গে ইফতার করাও অনেক বেশি সওয়াবের। এছাড়া এক সাথে হাজার হাজার মানুষের মধ্যে ইফতার করতে পারার আনন্দ অন্যরকম।
ইফতার মাহফিলে আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা স্বপরিবারে অংশ গ্রহণ করেন।
(ঢাকা টাইমস/১৬মার্চ/এসএ)

মন্তব্য করুন