খুলনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

খুলনার পাইকগাছা থানাধীন কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর সরদারপাড়া জামে মসজিদের ভেতর ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শেখ আবুল কাশেম সিদ্দিক (৫৭) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তারকৃত শেখ আবুল কাশেম সিদ্দিক পাইকগাছা থানাধীন কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর সরদারপাড়া জামে মসজিদে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষক হিসেবে বাচ্চাদের আরবি পড়ায়। প্রতিদিনের ন্যায় গতকাল সকালে অন্যান্য শিশুদের সাথে ভিকটিম শিশু মসজিদে আবরি শিখতে যায়। মসজিদের ফ্লোরে সকল শিশু একত্রে অধ্যয়ণরত অবস্থায় গ্রেপ্তার শেখ আবুল কাশেম সিদ্দিক ভিকটিম শিশুকে পড়া দেয়ার নাম করে কাছে ডেকে নিয়ে সকল শিশুর সামনেই ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ভিকটিম শিশুর চিৎকারে অন্যান্য শিশুরা বাধা প্রদান করলে সে ব্যর্থ হয়। এই বিষয়ে শিশুর পরিবারসহ আশেপাশের লোকজনদের মধ্যে জানাজানি হলে তারা ধর্মীয় শিক্ষক শেখ আবুল কাশেম সিদ্দিকে গণধোলাই দিয়ে পাইকগাছা থানা পুলিশকে অবহিত করে।
পাইকগাছা থানা পুলিশ শেখ আবুল কাশেম সিদ্দিককে গ্রেপ্তার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।এই ঘটনায় পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে এবং গ্রেপ্তারকৃত শেখ আবুল কাশেম সিদ্দিককে আদালতে প্রেরণ করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৯মার্চ/এলএম/এসএ)

মন্তব্য করুন