সরকার সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে: ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ২১:৩১
অ- অ+

গণঅভ্যুত্থানের সরকার সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারলে বেগম খালেদা জিয়ার দল- তারেক রহমানের দল বিএনপি ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধ, খোকনের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের সরকার আগামীতে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল বিএনপি ক্ষমতায় আসবে। কোন ষড়যন্ত্র কাজে আসবে না।

শুক্রবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সেনবাগ কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি রাতের ভোটে ক্ষমতায় আসতে চায় না। বিএনপি তিস্তার পানি না এনে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। বিএনপি টাকা পাচারের জন্য ক্ষমতায় আসতে চায় না। বিএনপি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে দিতে চায়।

এসময় তিনি নির্বিঘ্নে যাতে ঈদ যাত্রায় মানুষ গ্রামে যেতে পারে সেদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।

ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি এবি এম ফারুকের সভাপতিত্বে ইফতার মাহফিলে সেনবাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
চলতি বছরে ডিএনসিসি এলাকায় পাঁচ লাখ গাছ লাগানো হবে, জানালেন প্রশাসক
গরমে পানিশূন্যতা দূর করে আখের রস, কিডনি সুস্থ রাখে
কম্বোডিয়া: দেখার আছে অনেক কিছু- ৪র্থ পর্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা