মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক হলেন অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত ডিআইজি) বশির আহমেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক করা হয়েছে। এই পুলিশ কর্মকর্তার চাকরি প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজকে ঢাকা হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বশির আহমদকে।
(ঢাকাটাইমস/২৪মার্চ/এসএস/এমআর)

মন্তব্য করুন