আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট ইউনিটের নেতৃত্বে বাদল ও তৌহিদুল

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের ২৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আহ্বায়ক ও অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এ তথ্য নিশ্চিত করেছেন। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এই কমিটির অনুমোদন দিয়েছেন।
(ঢাকাটাইমস/৬এপ্রিল/এজে)

মন্তব্য করুন