হামলা-হত্যাচেষ্টা মামলায় আওয়ামীপন্থী ৮৪ আইনজীবী কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা-ভাঙচুর, আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৮৪ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও আটজন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন।
ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি ও বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
খোরশেদ আলম জানান, এদিন সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ওই আওয়ামীপন্থী আইনজীবীরা। বেলা সাড়ে তিনটা থেকে জামিন শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিকাল পাঁচটার দিকে আদালত নয়জনের জামিন মঞ্জুর করেন। অন্য ৮৪ জনকে আদালতে পাঠানোর আদেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া আিইনজীবীদের মধ্যে রয়েছেন বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী মো. শাহ আলম, মাহবুবুর রহমান, মো. আসাদুজ্জামান খান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামিম প্রমুখ।
আসামিদের মধ্যে আরও রয়েছেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, মো. মিজানুর রহমান মামুন, আব্দুর রহমান হাওলাদার, আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, মোহাম্মদ আনোয়ার শাহাদাৎ শাওন, মো. ফিরোজুর রহমান মন্টু, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামীপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।
মামলার পর হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন ১১৫ জন। জামিনের মেয়াদ (৭ এপ্রিল) শেষ হওয়ার এক দিন আগে বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন ৯৩ জন আইনজীবী।
(ঢাকাটাইমস/৬এপ্রিল/মোআ)

মন্তব্য করুন