জামালপুর কারাগারে কয়েদির মৃত্যু 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৫, ১৮:১৭
অ- অ+

জামালপুর জেলা কারাগারে মো. রফিকুল ইসলাম (৪১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

জেলসুপার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল ইসলাম জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের পূর্বরেখিরপাড় এলাকার আজিম উদ্দিন মোল্লার ছেলে। তিনি চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ১ জানুয়ারি জেলহাজতে আসেন তিনি। কারাগার কর্তৃপক্ষ জানায়, কয়েদি রফিকুল ইসলাম ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। আজ সকাল সাড়ে ৭টার খাবারের আগে তিনি ইনসুলিন নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলসুপার আবুল কালাম আজাদ বলেন, সকালে যথারীতি জেলখানা পরিদর্শন করা হয়। তিনি ফজরের নামাজ শেষে খাবারের আগে ইনসুলিন নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

(ঢাকা টাইমস/১৩এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা