খুলনায় দিনদুপুরে যুবককে গুলি করে হত্যা

খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় সুমন মোল্লা নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর একটায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মোল্লা পিপরাইল গ্ৰামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুমন মোল্লা আজ দুপুরে মোটরসাইকেলে ফুলতলা জামিরা বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে পিপরাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে এক সন্ত্রাসী তাকে লক্ষ করে গুলি করে। গুলিটি তার ডান থুতনি ভেদ করে বেরিয়ে যায়। এ সময়ে সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যান।
স্থানীয়ারা গুলির শব্দে ঘটনাস্থলে গিয়ে সুমন মোল্লাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। তারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুজ্জামান খান ঘটনার সত্যথা নিশ্চিত করে বলেন, সুমন মোল্লার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা আছে এবং সেই মামলায় তিনি কারাবাস করেছেন বলেও জানা যায়।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/মোআ)

মন্তব্য করুন