বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫, ১৬:১১| আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৬:১৭
অ- অ+

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর পৌর এলাকার খন্দকারপাড়া ডক্টরস ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মেহেদী হাসান শেরপুর পৌর ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সক্রিয় সদস্য ছিলেন। তিনি খন্দকারপাড়া এলাকার আব্দুর রশিদ রুবেলের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। বুধবার রাতে শেরপুর পৌর এলাকার খন্দকারপাড়া ডক্টরস ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় মামলা রয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

(ঢাকা টাইমস/২৪এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা