বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর পৌর এলাকার খন্দকারপাড়া ডক্টরস ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। বুধবার রাতে শেরপুর পৌর এলাকার খন্দকারপাড়া ডক্টরস ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় মামলা রয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
(ঢাকা টাইমস/২৪এপ্রিল/এসএ)

মন্তব্য করুন