অতিরিক্ত ডিআইজি মশিউরসহ দুইজন পুলিশ কর্মকর্তা বরখাস্ত
হত্যা মামলায় কারাগারে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ডিএমপির সাবেক এডিসি জুয়েল রানাকেও একইদিন সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা আছে। দুইজনই বর্তমানে কারাগারে আছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিবির সাবেক ডিসি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও বর্তমানে পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মশিউর রহমানকে নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার করে ২০ সেপ্টেম্বর আদালতে প্রেরণ করা হয়েছে। সেহেতু, মশিউর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
জুয়েল রানার প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের এডিসি (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)) জুয়েল রানাকে নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার করে ১৮ অক্টোবর আদালতে প্রেরণ করা হয়েছে। সেহেতু, জুয়েল রানাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৮ অক্টোবর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন জুয়েল রানাকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
মশিউর রহমান ডিবিতে কর্মরত অবস্থায় অবৈধ উপায়ে বিপুল সম্পদের মালিক হন। যাকে তাকে ডিবিতে ধরে এনে অর্থ আদায়, নির্যাতনসহ নানান অভিযোগ আছে ডিবির সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়া ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যার অভিযোগে গ্রেপ্তার হন তিনি।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এসএস/এমআর)
মন্তব্য করুন