ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় একজন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৬:১৯
অ- অ+

ঝিনাইদহে মিনি ট্রাকের ধাক্কায় আমিরুল লস্কার নামের এক আলমসাধু চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সদরের পোড়াহাটি তিন মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুল লস্কার হরিণাকুন্ডু উপজেলার শ্রীফলতলা গ্রামের সাবদার লস্কারের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে হরিণাকুন্ডু উপজেলা থেকে আলমসাধু চালিয়ে পাটকাঠি আনতে মাগুরা যাচ্ছিলেন আমিরুল লস্কার। পথিমধ্যে সদরের পোড়াহাটি তিন মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি মিনি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান আমিরুল। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক মিনি ট্রাকটি আটক করে পুলিশ।

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিথ্যা ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছে ভারত: মুফতি ফজলুল হক
স্বৈরাচার বিদায় হলেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে বিরাজমান: টুকু
মঠবাড়িয়ায় প্রভাবশালীদের দখলে খাল, শত শত স্থাপনায় রুদ্ধ পানিপ্রবাহ
ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা