শ্রীপুরে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ চলাকালে অ্যাসিল্যান্ডসহ আহত ১০
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ চলাকালে অ্যাসিল্যান্ডসহ ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এদিন সকাল থেকে উপজেলার কাফিলাতলি এবং পরে ইজ্জতপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শেষের দিকে স্থানীয়রা ভেকুর চালকের ওপর মুহুর্মুহু ইট পাটকেল ছোঁড়া শুরু করে। এ সময় দুজন ভেকু চালক, একজন বনকর্মী, স্থানীয় দুজন,
অ্যাসিল্যান্ড শ্রীপুর এবং উপজেলা প্রশাসনের ৫ জনসহ ১০ জন আহত হন।ইজ্জতপুর বাজারের রেলগেইটের পশ্চিম পাশে সর্বশেষ মাসুদের বাড়িতে উচ্ছেদ অভিযান চালানোর শেষে অভিযান সমাপ্তির সময় স্থানীয় মাসুদের নেতৃত্বে ২০-২৫ জন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। ওই সময় ইজ্জতপুর বাজার এলাকায় উত্তেজনা বিরাজমান ছিল।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল বলেন, ‘এ ঘটনায় আমিসহ উপজেলা প্রশাসনের মোট ৫ জন আহত হয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)
মন্তব্য করুন