কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৭
কুমিল্লার বুড়িচংয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার সকালে ১০টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— উপজেলার বাকশিমুল উত্তর পূর্বপাড়ার মৃত মনসুর আলীর ছেলে আলী আহমেদ (৭৭), বাকশিমুল পূর্বপাড়ার মনির হোসেনের স্ত্রী শাহিনূর আক্তার (৩৩), বাকশিমুল ইউনিয়ন খোদায়ধুলি গ্রামের মৃত আছমত আলীর ছেলে রফিজ আলী (৬৫), বাকশিমুল মির্জাপুকুরপাড় এলাকার মো. আলী আশরাফ খানের স্ত্রী সফরজান বেগম (৬৫), বাকশিমুল উত্তর পাড়ার মৃত আব্দুল মালেকেত স্ত্রী লুৎফা বেগম (৬০), বাকশিমুল খোদায়ধুলী মৃত ফজলু মিয়ার স্ত্রী হোসনেয়ারা (৬০) এবং বাকশিমুল উত্তর পাড়ার মৃত তৈয়ব আলীর ছেলে অটোরিকশা চালক শাহজাহান (৪০)।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার সময় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করে তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজন মারা যান।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো মোস্তাফা কামাল বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে এসে একজনের মরদেহ দেখতে পেয়েছি। পরে আমরা আশেপাশের এলাকায় খোঁজ নিয়ে আরও ছয়জনের মৃত্যু বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। মোট সাতজন নিহতের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)
মন্তব্য করুন