সখীপুরে দিনদুপুরে চেতনানাশক স্প্রে করে বাড়িতে লুট   

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১৪| আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৯
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে দিনদুপুরে ঘরে চেতনানাশক স্প্রে করে কৃষকের বাড়ি লুট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বেলা তিনটায় উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথরপুর গ্রামের পশ্চিম পাড়ায় জুলহাস উদ্দিনের (৪০) বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. আজহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জুলহাস উদ্দিন জানান, দুপুরের খাবার খেয়ে স্ত্রীকে বাড়িতে রেখে বাড়ির পাশে দোকানে চা খেতে যান তিনি। এই সুযোগে দুর্বৃত্তরা তার স্ত্রীকে একা পেয়ে চেতনানাশক স্প্রে করে এক ভরি কানের দুল, নগদ অর্থ ও খাদ্য সামগ্রীসহ হাতিয়ে নেয়।

এ বিষয়ে ওই বাড়ির প্রতিবেশীরা জানান, একজন মহিলা ও একজন পুরুষ ওই বাড়িতে ঘোরাঘুরি করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তারাই ওই বাড়িতে স্প্রে করে লুট করেছে। ভুক্তভোগী জুলহাস উদ্দিনের স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৩, ভারত-পাকিস্তান? যা বলছে বিশ্বব্যাংক
শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুজন নতুন ডিএমডি
৫ আগস্ট গভীর রাত পর্যন্ত সংসদ ভবনে লুকিয়ে ছিলেন শিরীন, পলকসহ ১২ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা